Saturday, February 1, 2014

এবার গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক, তামিম ও নাসির


দেশের মোবাইল ফোন অপারেটরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর (শুভেচ্ছা দূত) হিসেবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে জাতীয় দলের চার ক্রিকেটার। বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলালিংকে এবং জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবাল এবং অলরাউন্ডার নাসির হোসেন গ্রামীণফোনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চুক্তি করেছেন। বৃহস্পতিবার গ্রামীণফোন দুই বছরের এবং বাংলালিংক এক বছরের চুক্তি করেছে।
এ ব্যাপারে গ্রামীণফোনের কর্পোরেটর কমিউনিকেশন্স বিভাগের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক বলেন, ক্রিকেটের সঙ্গে গ্রামীণফোন আগেও যুক্ত ছিল। এখন আবার এক্ষেত্রে আমরা অবদান রাখতে চাই।
সূত্র জানিয়েছে, প্রথম দিকে চার জনেরই গ্রামীনফোনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা থাকলেও পরে সাবিক আল হাসান হঠাৎ করেই বাংলালিংকের সঙ্গে চলে যান। গ্রামীণফোনের সঙ্গে এক পর্যায়ে সাকিবের ১ কোটি ১০ লাখ টাকায় বনিবনাও হয়ে গিয়েছিল। তবে বাংলালিংক থেকে তিনি পাচ্ছেন ৯০ লাখ টাকা। বৃহস্পতিবার গ্রামীণফোন চুক্তি শেষ করলেও বাংলালিংক আনুষ্ঠানিক চুক্তি করেছে শনিবার।
২৬ বছর বয়সী সাকিব বাংলাদেশের হয়ে ৩৩ টেস্টে ২ হাজার ১০০ রান করেছেন। তার ওয়ানডে রান তিন হাজারের ওপরে। টেস্ট আর ওয়ানডেতে তার উইকেট যথাক্রমে ৫৪ ও ১২৮টি। বেশ কয়েকবার বিশ্ব সেরা অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে ছিলেন তিনি।
দুই অপারেটর সূত্রে জানা গেছে, চার ক্রিকেটার তাদের প্রচারণাসহ অন্যান্য সুনাম বৃদ্ধিমূলক কাজ করবেন। বাংলালিংক জানিয়েছে সাকিবের ক্রিকেট সুনামকে কাজে লাগিয়ে বাংলালিংক তার প্রচার বাড়াবে। ইতিমধ্যে এ সংশ্লিষ্ট ফটোসেশনও হয়ে গেছে বলে জানিয়েছে সূত্র। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা।

0 মন্তব্য(গুলি):

Post a Comment