এখন নতুন বাংলালিংক সংযোগ মাত্র ১৩৮ টাকায়। নতুন সংযোগ কিনে যেকোনো নাম্বারে উপভোগ করুন মাত্র ১০ পয়সা/ ১০ সেকেন্ড, দিনরাত ২৪ ঘন্টা আর একটি বাংলালিংক নাম্বারে ৪.১৭ পয়সা/ ১০ সেকেন্ড দিনরাত ২৪ ঘন্টা। আর এসএমএস করতে পারবেন মাত্র ২০ পয়সা রেট এ। মাত্র ১৯ টাকা রিচার্জ-এ এই অফার উপভোগ করুন।
অফারের বিস্তারিত
- নতুন সংযোগ কেনার সময় ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং সঠিকভাবে পূরণকৃত এসএএফ ফর্ম প্রদর্শন করুন।
- এই বিশেষ রেট ২৬ জুলাই, ২০১৩ হতে চালূকৃত নতুন প্রি-পেইড (ই-ভাউচার ব্যতীত) সংযোগের জন্য প্রযোজ্য।
- একবারে মাত্র ১৯ টাকা রিচার্জে এই বিশেষ রেট উপভোগ করা যাবে।
- এই রেটের মেয়াদ রিচার্জের পরবর্তী ১০ দিন পর্যন্ত, যা প্রতিবার ১৯ টাকা রিচার্জে বৃদ্ধি পাবে।
- বিশেষ রেটের মেয়াদ শেষে গ্রাহক তার মূল প্যাকেজের রেটে ফিরে যাবেন।
- রিচার্জের টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে জমা থাকবে।
- স্পেশাল এফএনএফ সেট করতে add<স্পেস>নাম্বার লিখে ৩৩০০ নাম্বারে ফ্রি এসএমএস করুন।
- অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করলে এই বিশেষ রেট প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে, পুনরায় এই রেট পেতে *৯৯৯*১*১৪৬# ডায়াল করে ১৯ টাকা রিচার্জ করতে হবে।
- বোনাস টকটাইম ব্যবহারের ক্ষেত্রে মূল প্যাকেজের কলরেট প্রযোজ্য।
- সংযোগ চালূ করার পর মূল কলরেট ১৩ পয়সা/১০ সেকেন্ড।
- নতুন সংযোগ চালু করলেই গ্রাহক পেয়ে যাবেন ১৫ টাকা প্রিলোডেড ব্যালেন্স, যা যে কোনো ব্যবহারের জন্য প্রযোজ্য এবং মেয়াদ ১৫ দিন। এ মেয়াদ থাকাকালীন অবস্থায় যে কোন রিচার্জে অফুরন্ত মেয়াদ পাওয়া যাবে। এছাড়াও সংযোগ চালু করা মাত্র ১৫০ টি এসএমএস এবং ৫০ এমবি ইন্টারনেট পৌঁছে যাবে। বোনাস ইন্টারনেটের মেয়াদ ৭ দিন। বোনাস এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে উপভোগ করা যাবে, যার মেয়াদ ৩০ দিন। বোনাস এসএমএস চেক করতে ডায়াল করুন *১২৪*৪#।
- ন্যূনতম ১৯ টাকা রিচার্জে প্রতিদিন (সিম চালু করার পর ৩০ দিন পর্যন্ত) সর্বোচ্চ একবার ১৯ মিনিট টকটাইম, ১৯টি এসএমএস এবং ১৯ এমবি ইন্টারনেট উপভোগ করা যাবে। বোনাস টকটাইম বাংলালিংক থেকে বাংলালিংক নাম্বারে (এফএনএফ এবং স্পেশাল এফএনএফ ব্যতীত) সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করা যাবে। বোনাস এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে ২৪ ঘণ্টা উপভোগ করা যাবে।
- বোনাস টকটাইম এবং এসএমএস-এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৩#। বোনাস ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৫#।
- ভ্যাট প্রযোজ্য।
- এই অফার সীমিত সময়ের জন্য
0 মন্তব্য(গুলি):
Post a Comment